ফেনী শহরের রামপুরে শাহনাজ ডেইরি ফার্মের রাখাল মোজাম্মেল হক সাগর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে ফেনী জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ।
এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হল চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার অষ্টা গুচ্ছগ্রামের আবদুল খালেকের ছেলে মোহন প্রকাশ নয়ন (৩০) ও তার স্ত্রী খালেদা আক্তার বৃষ্টি (২৬) এবং তার ভাই রাজন (৩৫)। তবে তারা বর্তমানে ফেনীর রাণীর হাটে মামুন ডেকোরেটরের বাড়িতে থাকে। বৃষ্টির সাথে পরকীয়ার জের ধরে সাগরে খুন করে আটককৃতরা।
আজ (রোববার) সকালে ফেনী পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
পুলিশ সুপার জানান, পরকীয়ার কারণে এবং টাকার লোভে আটককৃতরা সাগরকে এলোপাথাড়ি কুপিয়ে তাকে হত্যা করে এবং তার মোবাইল সেটটি নিয়ে যায়।
তিনি জানান, বৃষ্টির সাথে সাগরের পরকীয়ার সম্পর্ক ছিল। পরবর্তীতে সম্পর্ক ভেঙ্গে গেলেও সাগরের কাছে কিছু ছবি রয়ে যায়। যা উদ্ধার করতে না পেরে বৃষ্টি তার স্বামী নয়নকে জানায়। পরবর্তীতে নয়ন তার ভাই রাজনকে বিস্তারিত না জানিয়ে টাকার লোভ দেখিয়ে তাদের সাথে সম্পৃক্ত করে।
ঘটনার দিন ডেইরি ফার্মের ভেতরে প্রথমে সাগরকে মোবাইলে রক্ষিত ছবি ও ভিডিও চিত্র মুছে ফেলতে বলে খুনীরা। সাগর রাজি না হলে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে দা দিয়ে কুপিয়ে সাগরকে হত্যা করে আটককৃতরা। (সুত্র: বাসস)