চট্টগ্রাম হাটহাজারী ধোপার দীঘিরপাড় এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের ৫ সদস্যকে আটক করেছে র্যাব।
এসময় প্রতারণার কাজে ব্যবহৃত ৩২টি নকল স্বর্ণের বার, বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে র্যাব।
আজ (রোববার) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৭ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবত সিএনজি বা অটোরিক্সায় যাত্রী বেশে নিরীহ জনগণকে নকল স্বর্ণের বার দেখিয়ে, বোকা বানিয়ে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি