পূর্ব শত্রুতার জের এবং বাড়ীর পাশে মাছ ধরার ভেসাল পাতাকে কেন্দ্র করে মাদারীপুরের রাজৈরে বৃদ্ধ রুহিদাস বাড়ৈকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
গতকাল রাতে রাজৈর উপজেলার চৌয়ারীবাড়ী গ্রামে ঘটনাটি ঘটে। নিহত রুহিদাস একই গ্রামের মৃত রূপচাঁদ বাড়ৈর ছেলে।
পুলিশ জানায়, রাতে চৌয়ারীবাড়ী গ্রামের রুহিদাসের জায়গায় প্রতিপক্ষ সুকদেব বৈদ্য ও সমীর বৈদ্য ভেসাল পাততে গেলে রুহিদাসের নাতী জীবন বাড়ৈর (১৫) বাঁধা দেয়।
কথা কাটাকাটি একপর্যায়ে সুকদেব ও সমীর মিলে জীবন বাড়ৈকে বেদম মারপিট করে। চিৎকার চেচামেচি শুনে দাদা রুহিদাস এগিয়ে আসলে তাকে লোহার সাবল দিয়ে আঘাত করে। এ সময় আহতাবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি