ডেমরায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও ১৫ই আগস্টে শাহাদাত বরণকারী সকল শহীদের স্বরনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
আজ (সোমবার) ডেমরার কোনাপাড়া মান্নান স্কুল মাঠে এ আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় ।
আওয়ামী লীগ নেতা খান তাইফুদ্দীন জাহান টিপুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য ও ঢাকা ৫আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নেহরীন মোস্তাফা দিশি । প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ৬৩নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম খান দিলু,বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুলতানা কামাল স্মৃতি পাঠাগারে উপদেষ্টা গোলাম আহমেদ টিটু মৃধা । বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক রাজিব মৃধা ।
পরে ১৫ই আগস্ট ও ২১ই আগস্টে শাহাদাত বরণকারী সকলের আত্মার শান্তি কামনা বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় ।