মাদারীপুরে বিকাশের এজেন্টসহ দু’জনকে কুপিয়ে ১ লাখ ৬০ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে জেলার রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের মাছচর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, রাজৈর উপজেলার সাধুর ব্রিজ এলাকায় রাতে দোকান বন্ধ করে বিকাশ এজেন্ট ইলিয়াস মোটরসাইকেলে কবিরকে নিয়ে বাড়ি ফিরছিল। তারা বাড়ির কাছাকাছি পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাদরে দু’জনকে কুপিয়ে নগদ এক লাখ ৬০ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
আহত অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। এ ঘটনায় অভিযুক্তদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি