শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, প্রধানমন্ত্রী শিক্ষাকেই জাতির ভাগ্য পরিবর্তনের মাধ্যম হিসেবে নিয়েছেন। তাই শিক্ষা প্রতিষ্টানে প্রচুর বরাদ্ধ দিচ্ছেন। গবেষণায় অর্থ ব্যয় করছেন। শিক্ষার্থীদের নিজের পায়ে দাড়ানোর জন্য সিভাসুর মাধ্যমে কৃষিতে দক্ষ কর্মী সৃষ্টি করা হচ্ছে।
আজ (শনিবার) চট্টগ্রাম ভেটেরিনারী ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে হাটহাজারীতে করোনাভাইরাস শনাক্তকরণ ল্যাব স্থাপন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষা উপমন্ত্রী বলেন, কর্মমুখী ও দক্ষতাভিত্তিক কাজে যোগ দিতে হবে। দক্ষতাভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকার কাজ করে যাচ্ছে। এর জন্য ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়কে আরো আধুনিক করা হচ্ছে। নতুন নতুন ইক্যুইপমেন্ট ক্রয় করে এ বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। দক্ষতা বৃদ্ধির জন্য কৃষির কোন বিকল্প নেই। প্রশিক্ষণ নিয়ে কাজে যোগ দিতে হবে। প্রশিক্ষণ ছাড়া কোন কাজ করা যাবে না। বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী নিয়ে ঘরে বসে থাকলে চলবে না। ডিগ্রী কোন লাভে আসবে না। ডিগ্রী অর্জনের গৌরব ঝেড়ে ফেলে দিতে হবে। কাজ শুরু করতে হবে। জেন্টেলম্যান হলে চলবে না। কারণ জেন্টেলম্যান ভাতেও মরে শীতেও মরে।
উদ্বোধনী অনুষ্টানে সভাপতিত্ব করেন সিভাসুর উপাচার্য প্রফেসর গৌতম বুদ্ধ দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, সিভাসু মৎস্য বিভাগের ডিন প্রফেসর নুরুল আবছার খান, হাটহাজারী প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া, হাটহাজারী স্বাস্থ্য কর্মকর্তা ইমতিয়াজ হোসেন, হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম প্রমুখ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি