নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্যকে আটক করেছে বগুড়া গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি বন্দুক, বিস্ফোরক তৈরীর সরঞ্জাম, জিহাদি বই ও প্রচারপত্র উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বগুড়া সদরের গোকুল এলাকা থেকে আটক করা হয় তাদের।
আটককৃতরা হলেন- কুমিল্লার বি-পাড়া থানার সিদলাই উত্তরপড়া গ্রামের হাকিম সরকার ওরফে জজ মিয়ার ছেলে ইকবাল হোসেন সরকার (৪০) ও একই জেলার দেবিদ্বার থানার ভৈষরকুট গ্রামের শহিদুর রহমানের ছেলে জায়েদুর রহমান ওরফে আব্দুল্লাহ (৩৮)।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে বগুড়া সদরের গোকুল বাঘোপাড়া উত্তর পাড়া জামে মসজিদ সংলগ্ন একটি বাড়িতে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময়ে সেখানে অবস্থানরত ইকবাল এবং আব্দুল্লাহ নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। সেখান থেকে উদ্ধার করা হয় একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি, বোমা তৈরীর বিস্ফোরক উপাদান, একটি চাপাতি ও জঙ্গিবাদের বেশকিছু বই এবং প্রচারপত্র।
এ বিষয়ে বগুড়া সদর থানায় বিস্ফোরকদ্রব্য এবং সন্ত্রাস বিরোধী আইনে আলাদা দু’টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় পুলিশ।
ডেস্ক নিউজ/বিজয় টিভি