কুমিল্লায় ২৯ হাজার ৪০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব- ১১ কুমিল্লা। এ সময় ট্রাক চালক ও ইয়াবা বহনকারী ট্রাক আটক করা হয়েছে।
র্যাব জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব- ১১ সিপিসি-২ কুমিল্লার সদর দক্ষিন এলাকা থেকে ট্রাকে করে ইয়াবা পরিবহনকালে ২৯ হাজার ৪০ পিস ইয়াবাসহ চট্টগ্রাম জেলার হালিশহর থানার মধ্যরামপুর গ্রামের মৃত আবেদ আলীর ছেলে মোঃ শাহীন (৫০) ও মৃত ফজল আহমেদ এর ছেলে জহির আহমেদ (৫৫)কে গ্রেফতার করা হয়।
র্যাব- ১১ সিপিসি- ২ কুমিল্লার কোম্পানী অধিনায়ক উপ-পরচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, শুটকির প্যাকেটের মধ্যে লুকিয়ে ট্রাকে করে ইয়াবা পরিবহনের সময় দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।
এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সদর দক্ষিন থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।