কুমিল্লায় পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে, এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।
ওই বিজ্ঞপ্তিতে তিনি জানান, গতকাল গভীর রাতে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একাধিক দল কুমিল্লার সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোড ও দাউদকান্দি মডেল থানাধীন টোলপ্লাজায় অভিযান চালায়। এ সময় ৬ মাদক ব্যবসায়ীকে ৩১ কেজি ৫শ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।