নোয়াখালীর সেনবাগে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে জবাই করে হত্যা করেছে স্বামী। এ ঘটনায় স্বামী আব্দুর রব বাবুলকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকালে, উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ছাদেকপুর গ্রামের ওলি বেপারীর বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে পারিবারিক কলহের জেরে স্ত্রী তাহমিনা আক্তার মিনার সাথে কথা কাটাকাটি হয় স্বামী আব্দুর রব বাবুলের। একপর্যায়ে, বাবুল স্ত্রীকে ধারালো ছোরা দিয়ে জবাই করে হত্যা করে।