নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাসের আগুনে দগ্ধদের মধ্যে গৃহকর্তার মিশালের পর এবার মারা গেছে একই পরিবারের ১২ বছর বয়সী মাহফুজ।
আজ বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে মাহফুজ। আগুনে তাঁর শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল।
আর্থিক সংকটের কারণে মাহফুজের বাবা-মা তাদের একমাত্র সন্তানকে বোনের বাসায় পড়াশোনার পাশাপাশি গার্মেন্টস এ কাজ করতে পাঠিয়েছিলেন। সোমবার রাতে সেই বাসায় ঘুমানোর আগে কয়েল ধরাতে গেলে চুলার সিলিন্ডারের গ্যাসের লিকেজের কারণে জমে থাকা গ্যাসে আগুন লেগে মুহূর্তেই ঘটে বিস্ফোরণ।
এর আগে গতকাল মঙ্গলবার (৯ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গৃহকর্তা মিশাল। ওই ঘটনায় দগ্ধ বাকি ৪ জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
দগ্ধ মিশালের স্ত্রী মিতা, মেয়ে আফসানা ও ১৮ মাস বয়সী ছেলে মিনার ও তাঁদের স্বজন সাব্বির হাসপাতালে চিকিৎসাধীন।