এক্টিভিস্তা কুষ্টিয়া’র তরুণদের আয়োজনে আলো স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থা ও মিরপুর পৌরসভা’র যৌথ উদ্যোগে প্রথমবারের মতো যুব নেতৃত্ব উন্নয়নের লক্ষে ছায়া মেয়র এর আয়োজন করা হয়েছে। আজ সোমবার সকাল ১০ টায় মিরপুর পৌরসভার সেমিনার কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে একদিনের ছায়া মেয়র হিসাবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন এক্টিভিস্তা কুষ্টিয়া’র যুব সদস্য মো: আব্দুর রাজ্জাক রাজু ও সহযোগি হিসাবে অংশগ্রহণ করেন এক্টিভিস্তা কুষ্টিয়া’র ১০ জন তরুণ সদস্য। ছায়া মেয়র ও তার যুব সহযোগিদেরকে পৌরসভা ও মেয়রের দাপ্তরিক কর্মকান্ড সম্পর্কে ধারণা প্রদান করেন মিরপুর পৌরসভার বর্তমান মেয়র হাজী মোঃ এনামুল হক।
আলোচনায় তরুনরা, পৌরসভার উন্মুক্ত বাজেট অধিবেশন, ওয়ার্ডসভা আয়োজন, যুব নারীদের আত্মরক্ষার জন্য প্রশিক্ষণের ব্যাবস্থা গ্রহনের উদ্যোগ গ্রহণ, বাল্য বিবাহ, মাদক ও যৌন হয়রানী প্রতিহত করার লক্ষ্যে স্থানীয় যুবসংগঠনের তরুণদের নিয়ে কমিটি বাস্তবায়নে কাজ করার আহ্বান জানান।