নড়াইলের কালিয়া উপজেলার বনি মোল্লা হত্যা মামলায় ২৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৩১ মার্চ) দুপুরে খুলনা দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. নজরুল ইসলাম হাওলাদার এ রায় ঘোষণা করেন।
এ মামলায় চারজনকে খালাস দেয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী আহাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
আইনজীবীরা জানান, পূর্ব শত্রুতার জের ধরে ২০১৯ সালের ১১ মে সকালে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বনি মোল্লাকে হত্যা করে। হত্যার ২ দিন পর নিহতের বাবা মো. হাসিম মোল্লা বাদী হয়ে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা কালিয়া থানার পুলিশ পরিদর্শক মো. ইকরাম হোসেন ২০২০ সালের ১৫ মার্চ ৩২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
চার্জশিটভুক্ত ২ জন আসামি শিশু হওয়ায় তাদের বিরুদ্ধে মামলাটি নড়াইলের শিশু আদালতে বিচারাধীন রয়েছে। এ মামলায় ২০ জন সাক্ষীর মধ্যে ১৮ জন সাক্ষ্য দিয়েছেন।