গত পাঁচ বছরে প্রায় ৫০টি ডাকাতির ঘটনা ঘটিয়েছে, এমন একটি ডাকাত চক্রের মূল হোতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময়, সম্প্রতি আবুল খায়ের গ্রুপের গুদামে লুট হওয়া ৩৩ লাখ টাকার পণ্যও উদ্ধার করা হয়।
সোমবার (৩১ মে) সকালে, নগরীর ডবলমুরিং থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, সিএমপির উপ কমিশনার আবদুল ওয়ারিশ। তিনি জানান, চক্রের মূলহোতা নুর নবী আন্তঃজেলা ডাকাত দলের নেতা।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন জানান, গ্রেফতারকৃতরা শুধু গত ৪ মাসেই কোটি টাকার বেশি মূল্যের মালামাল লুট করেছে। সম্প্রতি পতেঙ্গায় গুদামের মালামাল লুট করার সময় বাধা দেয়ায় একজনকে হত্যা করা হয়। এছাড়া, কোথাও বাধাপ্রাপ্ত হলে গুলিও করে চক্রটি।