করোনার সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধির ফলে সাতক্ষীরায় এক সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে চলমান লকডাউন।
ফলে, আগামী ১২ জুন থেকে ১৮ জুন পর্যন্ত জেলায় লকডাউন থাকবে। আজ চলমান এক সপ্তাহের লকডাউনের ৬ষ্ঠ দিনে দুপুরে জেলা করোনা কমিটির ভার্চুয়াল মিটিংয়ে আরো এক সপ্তাহ লকডাউন বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়।।
এসময় শহরের কাঁচাবাজার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়। জেলা করোনা কমিটির সভাপতি ও জেলা ম্যাজিস্ট্রেট এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মিটিংয়ে দুইজন সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা, সকল ইউএনও, রাজনীতিবিদ, বিজিবি সিও ও গণমাধ্যমকর্মীরা যুক্ত ছিলেন।