সিরাজগঞ্জের সলঙ্গার গঙ্গারামপুর এলাকায় অভিযান চালিয়ে মো. সাইফুল ইসলাম নামে এক প্রতারককে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (১৫ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব এ কথা জানায়।
জানা যায়, রোববার (১৪ জুন) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার জন রানার নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে উল্লাপাড়া কনস্ট্রাকশন কোম্পানিতে শ্রমিক পদে চাকরি দেয়ার কথা বলে শতাধিক পরিবারের কাছ থেকে ৫০ হাজার টাকা করে হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।