চলমান কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনে কুমারখালী শহরে প্রবেশের প্রধান প্রধান সড়ক গুলোর প্রবেশপথ বন্ধ করে দিয়েছে থানা প্রশাসন।
বুধবার দুপুর ১২.০০ টা থেকে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কুমারখালীতে মাঠে সরব হতে দেখা যায় থানা প্রশাসনের। শহরে প্রবেশের প্রধান প্রধান রাস্তার ফটক গুলো বাঁশ দিয়ে বন্ধ করে দেয় কুমারখালী থানা প্রশাসন।
এ বিষয়ে কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন,অধিক ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে কুষ্টিয়া জেলায় ৭ দিনের কঠোর লকডাউনে ঘোষণা করা হয়,তারই পরিপ্রেক্ষিতে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় কুমারখালী থানা প্রশাসন মাঠে তৎপর রয়েছে।
অন্যদিকে আজ নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীবুল ইসলাম খানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন প্রান্তে চলমান অভিযানে ১৫ মামলায় ২৫,৭০০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।