করোনা ভাইরাসের প্রভাবে সাতক্ষীরায় কর্মহীন ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুন) সকালে কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স প্রকল্পের আওতায় ১৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন হেড সংস্থার নির্বাহী পরিচালক লুইস রানা গাইন, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, পৌর ১নং ওয়ার্ডের কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, চেম্বার অফ কমার্সের সহ-সভাপতি ইনছান বাহার বুলবুল, মিল বাজার কমিটির সাধারণ সম্পাদক জুলফিকার আলি ভুট্টসহ হেড সংস্থার যুব সদস্যরা।