ভোলার মেঘনায় একটি মালবাহী ট্রলারডুবির ঘটনায় পাঁচজনকে জীবিত উদ্ধার হলেও নিখোঁজ রয়েছেন বাবা-ছেলে। রোববার (২১ জানুয়ারি) রাত ১টার দিকে মেঘনার জোড়খাল পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।নিখোঁজ বাবা-ছেলে হলেন, রাজ্জাক সরদার ও তার ছেলে পারভেজ সরদার। তাদের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায়।
ভোলা নৌ পুলিশের ওসি বিদ্যুৎ কুমার বাড়ে জানান, মনপুরা থেকে একটি ট্রলার ভাঙ্গারি পণ্য নিয়ে মেহেন্দীগঞ্জের উলানীয়ায় যাচ্ছিল। পথে ট্রলারটি মেঘনা নদীর জোরখাল এলাকায় তীব্র স্রোতের চাপে ডুবে যায়।
আরও পড়ুন: চীনে ভূমিধসে চাপা পড়েছে ৪৭ জন
তিনি আরো জানান, এ সময় ট্রলারে থাকা পাঁচ ব্যক্তি জেলে ট্রলারের সহায়তায় উদ্ধার হয়। বাকি দুইজন এখনো নিখোঁজ রয়েছেন। তারা দুইজন বাবা-ছেলে। তাদের নাম রাজ্জাক সরদার ও পারভেজ সরদার। উদ্ধার হওয়া এবং নিখোঁজ থাকা সব ব্যক্তি মেহেন্দীগঞ্জ উপজেলার বাসিন্দা।