মেহেরপুরের মুজিবনগর উপজেলায় ৫০ বোতল ফেনসিডিলসহ স্বামী ও স্ত্রীকে আটক করেছে পুলিশ।
শনিবার সকালে মুজিবনগর উপজেলার হরেনের বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- ঢাকার পল্লবী এলাকার আব্দুল মান্নানের ছেলে তানভীর হোসেন (৩০) এবং তানভীরের স্ত্রী স্বর্ণা খাতুন (২৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন মুজিবনগর থানার ওসি উজ্জল দত্ত। তিনি জানান, উপজেলার হরেনের বটতলা এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে মেহেরপুর আদালতে পাঠানো হয়েছে।