গোপালগঞ্জের মুকসুদপুরে বাসের ধাক্কায় রাজীব শেখ (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে আহত হয়েছেন আরও ১৭ জন। রোববার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মুকসুদপুর-বাড়ইতলা সড়কের বাটিকামারীর খন্দপাড়া দরগাহের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রাজীব শেখ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কানুড়িয়া গ্রামের আব্দুল জব্বার শেখের ছেলে।
ওসি মোহাম্মদ আশরাফুল আলম জানান, মোটরসাইকেলে করে রাজীব তার ছোট ভাই রানাকে নিয়ে দিগনগর থেকে মুকসুদপুর যাচ্ছিলেন। মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌঁছালে মুকসুদপুর থেকে ছেড়ে আসা টেকেরহাটগামী একটি যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে রাজীব শেখ মারা যান ও ১৭ জন আহত হন।
পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। মারাত্মক আহত ১১ জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার পর মুকসুদপুর-বাড়ইতলা সড়কে প্রায় ১ ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। আটকা পড়ে বেশ কিছু যানবাহন। পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে।