1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, বাবা-মেয়ে নিহত - বিজয় টিভি
ঢাকা বুধবার, ২৮ মে ২০২৫, ০৭:৩১ অপরাহ্ন

গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, বাবা-মেয়ে নিহত

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

নাটোরের লালপুরের কদিমচিলান গোধড়া এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মো. শাহারিয়ার শাকিল (৩৫) ও তার মেয়ে সুমাইরা খাতুন (০২) নিহত হয়েছেন।

এসময় আহত হয়েছেন নিহতের স্ত্রী আয়শা আক্তার রুনী (২৬) ও চালক অজ্ঞাত পরিচয় (২৮)।

আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের কদিমচিলান গোধড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিল ও সুমাইরা এবং আহত আয়শা আক্তার রুনী বগুড়ার শাহজাহানপুর উপজেলার কইতলা এলাকার বাসিন্দা। আহত প্রাইভেটকারের চালক যশোর জেলার বাসিন্দা বলে জানা গেছে। তবে তাৎক্ষণিক তার নাম পরিচয় পাওয়া যায়নি।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন এতথ্য নিশ্চিত করে জানান, সকালে শাহারিয়ার শাকিল তার স্ত্রী ও সন্তানকে নিয়ে ঈদ উদযাপন করতে যশোর থেকে একটি ভাড়ায় চালিত প্রাইভেটকারে করে নিজ বাড়ি বগুড়া জেলায় ফিরছিলেন। পথে লালপুর উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের কদিমচিলান গোধড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় প্রাইভেটকারটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। এতে ওই প্রাইভেটকারে থাকা চালকসহ চারজন গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বনপাড়া বেসরকারি পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাবা ও মেয়েকে মৃত ঘোষণা করেন। নিহত শাহারিয়ার শাকিলের স্ত্রী আহত আয়শা আক্তার রুনী পাটোয়ারী হাসপাতালে এবং আহত প্রাইভেটকার চালককে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে অবস্থার অবনতি হলে আয়শা আক্তার রুনীকে নাটোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেটকারটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় এবং নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
বাংলাদেশে আসছে গুগল পে

বাংলাদেশে আসছে গুগল পে

বুধবার, ২৮ মে, ২০২৫

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৫ বিজয় টিভি || All Rights Reserved.