ফরিদপুরে নীরব শেখ (১৮) নামে এক ইলেকট্রিক মিস্ত্রী হত্যাকাণ্ডের ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার (১ জুন) র্যাব-১০ এর প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সোহাগ কবির (২০) ও মো. আসিফ ফকির (১৯)।
জানা গেছে, গত ২৯ মে ফরিদপুর সদরের বিল মামুদপুর আকাব্বর মোল্লা ডাঙ্গী এলাকার হায়দার চোকদারের মেহগনি বাগান থেকে নীরবের অর্ধপচনশীল লাশ উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ। এ ঘটনায় নীরব শেখের বাবা ফরিদপুর পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের বিলমাহমুদপুর আকাব্বর মোল্যা ডাঙ্গি গ্রামের বাসিন্দা রেজাউল শেখ বাদী হয়ে গত ৩০ মে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
এ ঘটনায় এক আসামিকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে এবং অপর আসামিকে সোমবার আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি আসাদউজ্জামান।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ফরিদপুর পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের বিলমাহমুদপুর আকাব্বর মোল্যা ডাঙ্গি গ্রামের রেজাউল শেখের বড় ছেলে নিহত নীরব শেখ গত ২৬ মে দুপুর আড়াইটার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। ওইদিন রাতে তিনি বাড়িতে না ফেরায় তার স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকে। পরেরদিন ফরিদপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন নীরব শেখের বাবা রেজাউল শেখ। গত ২৯ মে সন্ধ্যার দিকে সদরের বিল মামুদপুর আকাব্বর মোল্লা ডাঙ্গী এলাকার হায়দার চোকদারের মেহগনি বাগান এলাকায় অর্ধপচনশীল স্থানীয়রা একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। সেখান থেকে ওইদিন রাত সাড়ে ৯টার দিকে কোতোয়ালি থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। খবর পেয়ে নীরবের পরিবারের সদস্যরাও সেখানে গিয়ে নীরব শেখের মরদেহ শনাক্ত করে। এ ঘটনায় পরেরদিন ৩০ মে নীরবের বাবা রেজাউল শেখ বাদী হয়ে কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
মামলার পর তদন্তকারী কর্মকর্তা নীরব হত্যায় জড়িত আসামিদের আইনের আওতায় আনার লক্ষ্যে র্যাব-১০ এর অধিনায়ক বরাবর একটি আবেদন করেন। তার ভিত্তিতে র্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ফরিদপুর কোতোয়ালি থানার চর কমলাপুর এলাকা থেকে সোহাগ কবিরকে (২০) ও জেলার আলফাডাঙ্গা থানার উত্তর শিরগ্রাম এলাকা থেকে মো. আসিফ ফকিরকে (১৯) গ্রেপ্তার করে কোতোয়ালি থানায় হস্তান্তর করেন। নিহত ও আসামিরা সকলেই একই এলাকা ফরিদপুর সদরের আকাব্বর মোল্লা ডাঙ্গী এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. আসাদউজ্জামান জানান, আসামি সোহাগ কবিরকে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। এ মামলার গ্রেপ্তারকৃত অপর আসামি আসিফ ফকিরকে আজ সোমবার আদালতে পাঠানো হবে।