কিশোরগঞ্জে রাস্তার পাশে ঝুপড়ি থেকে ব্যাগে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের মজুমদার পাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
জানা যায়, আজ বুধবার সকাল ১০টার সময় একজন ব্যাটারিচালিত অটোচালক চৌধুরীহাটি-নীলগঞ্জ সড়ক দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে প্রশ্রাব করতে বসেন। এসময় রাস্তার পাশে ঘাসের জমির ঝুপিড়’র ভেতর বাজারের ব্যাগে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ দেখতে পান। পরে ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পুলিশের খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
মাইজখাপন ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ উসমান জানান, বুলবুল নামে একজন ব্যাটারি চালিত অটোচালক রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রশ্রাব করতে গিয়ে ছেলে নবজাতকের মরদেহ দেখতে পায়। পরে স্থানীয় লোকজন পুলিশকে জানালে পুলিশ মরদেহ উদ্ধার করে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, আমরা খবর পেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছি। ধারণা করা হচ্ছে একদিন বয়সের বাচ্চা হবে। জন্মের পর তাকে কেউ ফেলে গিয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।