দীর্ঘ ১৬ বছরের রিয়াল মাদ্রিদ সম্পর্কের অবসান ঘটিয়ে সম্প্রতি ফরাসি জায়ান্ট ক্লাব পিএসজিতে যোগ দিয়েছেন স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোস। গত সোমবার নতুন ক্লাবের হয়ে অনুশীলন করেছেন তিনি। মৌসুম প্রস্তুতি ম্যাচে সেভিয়ার বিপক্ষে অভিষেক হওয়ার কথা ছিল তার। কিন্তু মাঠের নামা হচ্ছে না সাবেক এই রিয়াল মাদ্রিদ অধিনায়কের
পিএসজির পক্ষ থেকে জানানো হয়েছে, ইনজুরিতে পরেছেন রামোস। গত মঙ্গলবার অনুশীলনের সময় বাঁ-পায়ে চোট পেয়েছেন তাদের নতুন ডিফেন্ডার। তাই রাতে সেভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে তাকে ছাড়াই খেলেছে হচ্ছে পিএসজিকে। তবে আশার কথা হচ্ছে, রামোসের চোট হালকা। হালকা বিশ্রামেই সেরে উঠবেন। আগামী সপ্তাহেই অনুশীলনে ফিরতে পারবেন তিনি।
গত মৌসুমটাও ভাল যায়নি রামোসের। দুঃস্বপ্ন যেন পিছু ছাড়ছে না তার। মৌসুমজুড়ে ইনজুরি আর ফর্মহীনতার কারণে ধুঁকতে হয়েছে তাকে। মাদ্রিদের জার্সিতে বহু সাফল্য রয়েছে রামোসের। মাদ্রিদের হয়ে পাঁচ বার লা লিগা এবং চার বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অভিজ্ঞতা রয়েছে তাঁর। মাদ্রিদের দেওয়া চুক্তি পছন্দ না হওয়ায় ১০ মিলিয়ন ইউরোর চুক্তিতে পিএসজিতে যোগ দিয়েছেন তিনি।
সেই দুঃস্বপ্ন কাটিয়ে পিএসজিতে নতুন যাত্রার স্বপ্ন দেখছিলেন রামোস। কিন্তু এখানে আবার শুরুতেই ইনজুরির কবলে পরেন রামোস।