নিউজ ডেস্ক / বিজয় টিভি
চট্টগ্রামে বিয়ন্ড মেরিন লিমিটেড নামে একটি মেরিন ওয়ার্কশপের উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রাম বন্দরে ১ নম্বর গেইট সংলগ্ন এলাকায় এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন করছেন শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
নটিক্যাল ইন্সটিটিউটের প্রাক্তন চেয়ারম্যান ক্যাপ্টেন মো. শফিকুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন বিয়ন্ড মেরিন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তৌফিক ওমর হাসান, বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ডেন্ট মেরিন ইঞ্জিনিয়ার ডক্টর সাজিদ হোসেন সহ অন্যরা। এ সময় শিক্ষা উপমন্ত্রী কারিগরি শিক্ষার সাথে নৌ-প্রযুক্তি শিক্ষাকে সমন্বয় করে দক্ষ কর্মী তৈরী করা হবে বলে উল্লেখ করেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি