নিউজ ডেস্ক / বিজয় টিভি
শিশু বয়স থেকেই তামাকের অপকারিতা সম্পর্কে সকলের মধ্যে সচেতনতা সৃষ্টি করা প্রয়োজন বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ঢাকা আহছানিয়া মিশন আয়োজিত ‘বিগ টোবাকো টাইনি টার্গেট বাংলাদেশ প্রতিবেদন উপস্থাপন ও করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
তিনি বলেন, স্কুলের আশপাশে তামাকজাত পণ্যের বাজারজাত যেন না হয় সে ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। তামাকজাত পণ্যের বাজারজাত নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা সম্পূর্ণভাবে প্রয়োগ করা হবে বলেও জানান তিনি। সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব রোকসানা কাদের, ক্যাম্পেইন ফর টোবাকো ফ্রি কিডসের গ্রান্ডস ম্যানেজার আব্দুস সালাম মিঞাঁ, ঢাকা আহছানিয়া মিশনের নির্বাহী পরিচালক ড. এম এহছানুর রহমান।
নিউজ ডেস্ক / বিজয় টিভি