নিউজ ডেস্ক / বিজয় টিভি
রাজধানীর শেরেবাংলা নগরে কাভার্ড ভ্যানের ধাক্কায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছে। বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত ওই ছাত্রীর নাম ফাহমিদা হক লাবণ্য। তিনি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পুলিশ জানায়, ফাহমিদা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে কল্যাণপুরের বাসা থেকে উবারের একটি মোটরসাইকেলে চড়ে রওনা হন। শেরেবাংলা নগরের হৃদরোগ হাসপাতালের সামনে পৌঁছালে কাভার্ড ভ্যান ওই মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত মোটরসাইকেলচালক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি