শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা ওই বছরের মাঝামাঝি সময়ে হতে পারে। তার আগে হওয়ার সম্ভাবনা নেই।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সরকারি সোহরাওয়ার্দী কলেজে আজ থেকে শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসে এ কথা জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছরের পরীক্ষা পরিস্থিতির ওপর নির্ভর করে বছরের মাঝামাঝি নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে।
প্রশ্নফাঁস রোধে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা যে পদ্ধতি অবলম্বন করছি তাতে প্রশ্নফাঁসের সুযোগ নেই। তারপরও কেউ প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচন পেছানোয় আগামী ২৩ ডিসেম্বর যথাসময়ে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানান দীপু মণি।
শিক্ষামন্ত্রী বলেন, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের কারণে পরিস্থিতি খারাপ হলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে হবে। তবে এ ধরনের পরিকল্পনা এখন নেই।
ধারাবাহিক প্রক্রিয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান চালু রাখতে চান বলে জানান মন্ত্রী।
তিনি আরও বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। বিজ্ঞানের বাইরে গিয়ে তো কিছু করতে পারবো না।
সে সময় উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের চেয়ারম্যান সৈয়দ গোলাম ফারুক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ প্রমুখ।