নির্বাচন সংস্কার বিষয়ক কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ৩১ ডিসেম্বরের মধ্যেই সংস্কারের সুপারিশ সরকারের কাছে জমা দেওয়া হবে। এক্ষেত্রে অংশীজনের সুস্পষ্ট মতামত নিলেও কোনো সংলাপের বসার ‘দরকার’ নেই।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) নির্বাচন ভবনে কমিশনের ১২তম বৈঠকের পর সাংবাদিকদের কাছে তিনি এসব মন্তব্য করেন।
সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদারকে দলগুলোর সঙ্গে বসবেন (সংলাপে) কিনা প্রশ্ন করা হলে বলেন, আমাদের কাজটা হলো কারিগরি। সম্পূর্ণ টেকনিক্যাল। তাদের সঙ্গে কোনো মত বিনিময়ের কিছু নাই বস্তুত। কারণ আমাদের কোনো সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার নেই।
তিনি বলেন, সরাসরি আলোচনা না হলও নির্বাচন ব্যবস্থাকে সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক করতে রাজনৈতিক দলগুলোর মতামত, প্রস্তাব ও সুপারিশগুলো আমরা নেব।
অন্য এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, সুন্দর নির্বাচন উপহার দেওয়ার দায়িত্ব আমাদের নয়। নির্বাচন ব্যবস্থা বা নির্বাচন কার্যক্রম সুন্দরভাবে করার জন্য আমাদের কাজ হলো কিছু সুপারিশ করা। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই আমাদেরকে সুপারিশ দেওয়ার সময় দেওয়া হয়েছে। আমরা এর মধ্যেই সুপারিশ করবো।
নির্বাচন কমিশন নিয়োগের জন্য সার্চ কমিটির প্রজ্ঞাপন হয়েছে কিন্তু আপনারা সার্চ কমিটির সংস্কারের প্রস্তাব দিতে চেয়েছিলেন, এই বিষয়ে জানতে চাইলে ড. বদিউল আলম মজুমদার বলেন, বর্তমানে নির্বাচন কমিশন প্রয়োজন। আর নির্বাচন কমিশন গঠন করার জন্য সরকার এই সিদ্ধান্ত নিতেই পারে। সার্চ কমিটি তার নিজস্ব গতিতে কাজ করবে এবং আমরা আমাদের মতো কাজ করবো।