ভারতের আহমেদাবাদে সন্ত্রাসী হামলায় ৩৮ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আলোচিত এ ঘটনায় ৪৯ জনের মধ্যে ৩৮ জনকে সর্বোচ্চ সাজা দিলো দেশটির একটি বিশেষ আদালত। এ মামলায় প্রায় ৮০ জন আসামি বিচারাধীন ছিল। ২০০৮ সালে গুজরাট শহরের ওই সন্ত্রাসী হামলায় ৫৬ জন নিহত ও ২০০ জন আহত হন।
গুজরাটের বিশেষ আদালতের বিচারক এআর প্যাটেল শুক্রবার এ মামলায় দোষী সাব্যস্ত বাকি ১১ আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন
জানা গেছে, ফেব্রুয়ারির ৮ তারিখ গুজরাটের আদালত এ মামলায় মোট ৪৯ জনকে দোষী সাব্যস্ত করেন ও অন্য ২৮ জনকে খালাস দেন। গত বছরের সেপ্টেম্বরে ১৩ বছরের বেশি পুরোনো মামলাটির বিচার কাজ শেষ করেন আদালত।