নিউজ ডেস্ক / বিজয় টিভি
চট্টগ্রাম নগরীর বাদামতলী মোড়ে জামান’স হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউসকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
কিচেনে খোলা ডাস্টবিন রাখা এবং বাসি খাবার সংরক্ষণ করা সহ বিভিন্ন অভিযোগে এ জরিমানা করা হয়। মঙ্গলবার এপিবিএন-৯ এর সহযোগিতায় এ অভিযান চালানো হয়। এছাড়া পতেঙ্গা ও ডবলমুরিং থানা এলাকার ৯টি প্রতিষ্ঠানেও অভিযান চালানো হয়। এদিকে হাটহাজারীর বালুরটাল এলাকায় ভেজালবিরোধী অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় এক রুমের একটি কারখানায় ২৮টি ব্রান্ডের দেশি-বিদেশি ভেজাল পণ্য তৈরির প্রমাণ পাওয়ায় কারখানাটি সিলগালা করে দেয়া হয়। মঙ্গলবার দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্বে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি