আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধসহ এক চিকিৎসককে আটক করেছে খুলশী থানা পুলিশ।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান খুলশী থানার অফিসার ইনচার্জ প্রনব চৌধুরী। এর আগে বুধবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে ওই চিকিৎসক জানিয়েছেন, তিনি সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে দীর্ঘদিন যাবৎ ভারতীয় ওষুধ এনে নগরীর হাজারী গলির বিভিন্ন দোকানে সরবরাহ করতেন। জব্দকৃত ওষুধের দাম প্রায় ১০ লাখ আট হাজার টাকা।