বৌদ্ধ পূর্ণিমাকে সামনে রেখে খাগড়াছড়িতে আইন-শৃংখলা রক্ষায় ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা সেনা রিজিয়নের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে রিজিয়ন সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকার ৬০ জন ধর্মগুরু অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মসজিদের ইমাম ও বৌদ্ধ ধর্মীয় গুরুরা সকলের ধর্মীয় উৎসবে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানান। এ সময় রিজিয়ন কমান্ডার বলেন, সন্ত্রাসীদের কোন জাতি, ধর্ম, সীমান্ত নেই। সম্প্রীতি নিয়ে কোন প্রকার ষড়যন্ত্র সহ্য করা হবে না।