নিউজ ডেস্ক / বিজয় টিভি
চট্টগ্রামের জিইসি মোড়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতেই চোখে পড়বে মসজিদ সংলগ্ন মাঠে ইফতারির বিশাল আয়োজন।
পশ্চিম পাশের মঞ্চে ‘রমজানের গুরুত্ব ও করণীয়’ তুলে ধরে প্রতিদিনই ওয়াজ করেন বক্তারা। ক্যাম্পাসের ভেতরের দিকেও বসার জায়গা করা হয়েছে। তার পাশেই ইফতারি তৈরি ও পরিবেশনের কাজ চলে। এর আগে জীবদ্দশায় চট্টলবীর খ্যাত সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী নিজের উদ্যোগেই এ ইফতারির আয়োজন করতেন। এখনো দুই থেকে আড়াই হাজার মানুষের জন্য প্রতিদিন ইফতার তৈরি করা হয়। সাধারণত আশেপাশের শ্রমজীবী, গরিব, মেহনতি মানুষই এই আয়োজনে শামিল হন। এদিকে এবিএম মহিউদ্দন চৌধুরীর ছেলে বোরহানুল হাসান চৌধুরী সালেহীন জানান, মহিউদ্দন চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলে পৃষ্ঠপোষকতায় পুরো রমজান মাসজুড়ে চলবে এই ইফতার আয়োজন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি