কর্মস্থলে শিক্ষকদের নিরাপত্তার জন্য সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
শুক্রবার বিকেলে চট্টগ্রাম সরকারি কলেজের অডিটোরিয়ামে স্বাধীনতা বিসিএস সংসদ চট্টগ্রাম আয়োজিত মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বলেন, শিক্ষকদের নিরাপত্তার জন্য কেউ হুমকি হলে তাকে ছাড় দেয়া হবে না। সরকারি কমার্স কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক রুবাইয়াত ফাহিম ও চট্টগ্রাম কলেজের প্রভাষক বেলাল হোসেন এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক এ এম এম মুজিবুর রাহমান। এর আগে চট্টগ্রাম কলেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নির্মিত ছাত্রী হোস্টেদলের উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী। এ সময় কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাসান সহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি