নিউজ ডেস্ক / বিজয় টিভি
চট্টগ্রাম রেলস্টেশনে রোববার শেষ দিনে বিশেষ দুটি ট্রেনসহ মোট ১২টি ট্রেনের মধ্যে ৭টি ট্রেনের টিকিট বিক্রি শেষ হয়েছে বলে জানিয়েছেন স্টেশনের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ।
তিনি জানান, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ৫ হাজার ২৩৩টি টিকিট দেওয়া হয়। এর মধ্যে ৪ হাজার ৭৮৩টি টিকিট বিক্রি হয়েছে। সুবর্ণ এক্সপ্রেস, সোনার বাংলা ও তূর্ণা নিশিতার ৪৫০টি টিকিট খালি রয়েছে। চাঁদপুরগামী দুটি ট্রেনের টিকিট প্রতিদিন দেওয়া হবে। এছাড়া ৪ জুন চট্টগ্রাম থেকে ঢাকাগামী ৫টি ট্রেন, সিলেটগামী ২টি, চাঁদপুরগামী ২টি, ময়মনসিংহগামী ১টি ও বিশেষ দুটি ট্রেনসহ মোট ১২টি ট্রেন ছেড়ে যাবে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি