হাতিয়ায় অভিযান চালিয়ে ইয়াবা ও সিএনজিসহ আবদুল আমিন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে টেকনাফ র্যাব-১৫ এর সদস্যরা।
র্যাবের টেকনাফ ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে হাতিয়ার ঘোনায় তার বাড়িতে অভিযান চালিয়ে আমিনকে আটক করা হয়েছে। এ সময় তার বাড়ি ও সিএনজিতে তল্লাশি চালিয়ে এক লাখ ইয়াবা ও তিন লাখ টাকা উদ্ধার করা হয়। এদিকে টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা বিশেষ চালিয়ে ১৪ কেজি গাঁজা সহ দুই নারীকে আটক করেছে।