কক্সবাজারে রামু বাকখাঁলী নদীতে ডুবে স্কুল ছাত্রসহ ২ জন নিহত হয়েছে।
বুধবার দুপুরে বাকখাঁলী নদীর দক্ষিণ মিঠাছড়ি ঘাটে গরু পারাপার করতে গিয়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলো উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের উমখালী এলাকার সোলতান আহম্মদের পুত্র মো. শাহেদ ও দক্ষিণ পাড়ার মৃত হাবিব উল্লাহর পুত্র আমির হোসেন। নিহত শাহেদ দক্ষিণ মিঠাছড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আবুল মনসুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি