নিউজ ডেস্ক / বিজয় টিভি
বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা ও কর্মমুখী কারিগরি শিক্ষার প্রসারে সরকার জোর দিচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম মহানগর কর্তৃক আয়োজিত এস এস সি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বলেন, কর্মমূখী শিক্ষার কোন বিকল্প নেই। তাই নতুন প্রজন্মকে বিজ্ঞান ও কর্মমুখী শিক্ষা অর্জনের মাধ্যমে আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, সাংসদ খাদিজাতুল আনোয়ার সানি, সিডিএ সাবেক চেয়ারম্যান আবদুছ ছালাম, চিত্রনায়ক ফেরদৌস আহমেদ সহ আরো অনেকে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি