ব্রাজিলের ঘরের মাঠে প্রায় অর্ধলক্ষ দর্শক যেন নেইমারের রেকর্ডের সাক্ষী হতেই এসেছিলেন। আশা ছিল, সর্বকালের সেরার তকমা পাওয়া পেলেকে ছাড়িয়ে যাবেন এ তারকা। অবশ্য নেইমার জুনিয়রের এমন কীর্তির অপেক্ষায় ছিল পুরো ফুটবল দুনিয়া। নেইমারও অবশ্য নিরাশ করেননি। বলিভিয়ার বিপক্ষে গোল করে কিংবদন্তি পেলেকে টপকে ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে নাম লিখালেন এ পোস্টার বয়। তার জোড়া গোলে বলিভিয়ার বিপক্ষে ৫-১ গোলের বিশাল জয় পেয়েছে ব্রাজিল।
ঘরের মাঠে ম্যাচের ১৭ মিনিটেই গোল করার সুবর্ণ সুযোগ এসেছিল নেইমারের। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন তিনি। এতে করে গোল আর রেকর্ড দুটো থেকেই বঞ্চিত হন এই সুপারস্টার।
তবে ম্যাচের ৬১ মিনিটে আর সুযোগ হাতছাড়া করেননি নেইমার। ডিবক্সের ভেতর অনেকটা জটলার মধ্যেই রদ্রিগোর পা ঘুরে বল আসে নেইমারের সামনে। ফার্স্ট টাইম শটে গোল করে রেকর্ডবুকে নিজের নাম লেখান এ ব্রাজিলিয়ান তারকা। এরপর যোগ করা সময়ে আরও এক গোল করেন নেইমার।
এর আগে গত বছর কাতার বিশ্বকাপে গোল করে পেলেকে ছুঁয়েছিলেন নেইমার। শেষ আটে ক্রোয়েশিয়ার বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াইয়ে দুর্দান্ত এক গোলে ব্রাজিলকে এগিয়ে দিয়েছিলেন তিনি। সেই গোলেই ব্রাজিল জাতীয় দলের হয়ে পেলের করা ৭৭ গোলের মাইলফলক স্পর্শ করেছিলেন নেইমার। সেদিন ম্যাচের ১০৫ মিনিটে প্রায় একক প্রচেষ্টায় বল নিয়ে বক্সে ঢুকে লক্ষ্যভেদ করেন ৩১ বছর বয়সী এ ফরোয়ার্ড।
জাতীয় দলের জার্সিতে এ মাইলফলক স্পর্শ করতে নেইমারের খেলতে হয়েছে ১২৪ ম্যাচ। অন্যদিকে কিংবদন্তি পেলের এ কীর্তি গড়তে লেগেছিল ৯২ ম্যাচ।