সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসের পাশের নর্দমা থেকে রনঞ্জিত দাস নামের এক ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত ১১টার দিকে দুটি বস্তাবন্দি অবস্থায় খণ্ডবিখণ্ড লাশটি উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, নিহত রনঞ্জিত দাস (৬৫) নগরীর আখালিয়ার দুসকি এলাকার বাসিন্দা। এ ঘটনায় আবদুল মালেক নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি নিজের পেটে ছুরিকাঘাত করে আত্মহত্যা করতে চেয়েছেন। তাকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, গত শুক্রবার নিখোঁজ হন রনঞ্জিত দাস। এ ঘটনায় শনিবার জালালাবাদ থানায় নিহতের ছেলে শংকর দাস জিডি করেন। মঙ্গলবার রাতে নর্দামায় ফেলা দুটি বস্তা থেকে পচা দুর্গন্ধ পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
পাশাপাশি পিবিআইয়ের সদস্যরা সেখান থেকে আলামত সংগ্রহ করেন। পরে থানায় এসে লাশটি শনাক্ত করেন রনঞ্জিত দাসের স্বজনরা।
শাহপরাণ থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য বলেন, নর্দমায় ফেলা দুটি বস্তা থেকে খণ্ডবিখণ্ড লাশটি উদ্ধার করেছে পুলিশ। তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনার দায়ে এক যুবককে আটক করা হয়েছে। সে আত্মহত্যার চেষ্টা করেছিল। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।