মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নিচতলায় বিজয় দিবসের অনুষ্ঠানে বেলুন ফোলাতে আনা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বেলুন বিক্রেতা মো. আনোয়ার হোসেন ব্যাপারী (৫০) নিহত হয়েছেন। বিস্ফোরণে আনোয়ার হোসেনের দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় কবির হোসেন নামে অপর বেলুন বিক্রেতাও মারাত্মক আহত হয়েছেন।
শনিবার (১৬ ডিসেম্বর) ভোরে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় এই ঘটনা ঘটে। নিহত আনোয়ার ব্যাপারী (৫০) ফরিদপুর জেলার কোতয়ালী থানার আরোকান্দি গ্রামের কাওসার বেপারীর ছেলে। আহত কবির হোসেন (২৩) মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম শানবান্ধা গ্রামের আতর আলীর ছেলে।
মানিকগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন জানান, ভোরে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় ওই দুই বেলুন বিক্রেতা বিজয় দিবসের অনুষ্ঠানের জন্য বেলুন ফোলাচ্ছিল। এ সময় সিলিন্ডার বিস্ফোরণে দুজন গুরুতর আহত হন। বিস্ফোরণে আনোয়ার ব্যাপারীর একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় জেলা প্রশাসক অফিসের বিভিন্ন কাচের জানালা ও টেবিল-চেয়ার ক্ষতিগ্রস্ত হয়।
আনোয়ার হোসেনের অবস্থা অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করলে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।