নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। দ্বাদশ সংসদ নির্বাচনে এই আসনের এক স্বতন্ত্র প্রার্থী মারা যাওয়ায় নওগাঁ-২-এ ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টায় নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ কথা জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
তফসিল অনুযায়ী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগেই আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) ভোরে রাজধানীর একটি হাসপাতালে মারা যান ঈগল মার্কার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক (৭৫)। তাই নিয়ম অনুযায়ী এ আসনের নির্বাচন স্থগিত করলো ইসি। ফলে এ আসনে নতুন করে তফসিল ঘোষণা হবে।