ইয়াবাসহ গ্রেফতার পুলিশ সদস্য সিদ্দিকুর রহমানকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার সকালে চট্টগ্রাম মহানগর হাকিম মেহনাজ রহমান এ আবেদন মঞ্জুর করেন। পুলিশের সহকারী কমিশনার শাহাবুদ্দিন আহমদ জানান, ইয়াবাসহ গ্রেফতার পুলিশ সদস্য সিদ্দিকুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছিল কাউন্টার টেরোরিজম ইউনিট। আদালত দুই দিনের রিমান্ডের অনুমতি দিয়েছে। এর আগে শুক্রবার নগরীর সিজিএস কলোনি থেকে র্যাব ও কাউন্টার টেরোরিজম ইউনিটের যৌথ অভিযানে ১০ হাজার ইয়াবা ও ৮০ হাজার টাকাসহ গ্রেফতার হন পুলিশ সদস্য সিদ্দিকুর।
নিউজ ডেস্ক / বিজয় টিভি