বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে, খালেদা জিয়ার মুক্তির বিষয়টি নির্ভর করছে আদালতের উপর বলে মন্তব্য করেছেন সড়ক পরবিহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার রাজধানীর বিমানবন্দর এলাকায় এলিভেটেডে এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ পরির্দশন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়ার মামলায় যখন তাকে জামিন দিতে চেয়েছে আদালত স্বাধীনভাবে সেটা করেছে। সবগুলো মামলায় জামিন হলে তিনি এমনিতইে মুক্তি পাবেন বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া, আগামী জানুয়ারির মধ্যে এলিভেটেডে এক্সপ্রেসওয়ের প্রথম ধাপের নির্মাণ কাজ শেষ হবে বলেও জানান তিনি।
নিউজ ডেস্ক / বিজয় টিভি