পহেলা জুলাই থেকে শুরু হচ্ছে রোটারি ক্লাব অব ইন্টারন্যাশনাল ২০১৯-২০ বর্ষের কার্যক্রম ।
‘নি:স্বার্থে অন্যের সেবা’ প্রতিপাদ্য নিয়ে সারাবিশ্বে ২০০টিরও অধিক রাস্ট্র ও ভৌগলিক এলাকায় কাজ করছে রোটারি ক্লাব। রোটারির কার্যক্রম পরিচালিত হয় সদস্যদের পারস্পরিক সৌহার্দ ও সম্প্রীতির মাধ্যমে বিশ্বে শান্তি স্থাপনের জন্য। রিববার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮২ এর গভর্নর প্রিন্সিপাল লে.কর্ণেল (অব.) এম আতাউর রহমান পীর। সংবাদ সম্মেলনে রোটারি গর্ভনর এর পক্ষ হয়ে লিখিত বক্তব্য পাঠ করেন রোটারিয়ান মাহফুজুল হক। এসময় বক্তরা আগামী বর্ষের কার্যতালিকা প্রকাশ করেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি