নিউজ ডেস্ক / বিজয় টিভি
অনুমিত ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে রাউজান উপজেলায় কর্মরত ৩ জন চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে ঝটিকা সফরে গিয়ে সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী এ নোটিশ দেন। অনুপস্থিত ৩ চিকিৎসক হলেন রাউজান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের চিকিৎসক ডা. শারমিন আকতার, বিনাজুরী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের চিকিৎসক ফারহানা তারান্নুম ও হলদিয়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের চিকিৎসক অতসী বড়ুয়া। সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী বলেন, হাসপাতালে আসা রোগীদের অভিযোগ শুনে ওই ৩ চিকিৎসককে শোকজ করা হয়েছে। চিকিৎসকদের জবাব পাওয়ার পরে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সিভিল সার্জন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি