জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ লাইফ সাপোর্টে নন বলে জানিয়েছেন পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিন জানান, এরশাদের ফুসফুসে ইনফেকশনের কারণে শ্বাসকষ্ট হচ্ছিল। এ কারণে চিকিৎসকরা তাকে অক্সিজেন সাপোর্ট দিয়েছেন।’ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে জানিয়ে জিএম কাদের বলেন, পরিবারের স্বজন এবং চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন তিনি। আধো ঘুম-আধো জাগরণে রয়েছেন, চোখও মেলছেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি