দুর্নীতি হলে শেষ, নিজে বাঁচব বাঁচবে দেশ । এ শ্লোগানকে সামনে রেখে শনিবার চাঁপাইনবাবগঞ্জে দুর্নীতি প্রতিরোধে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে গ্রীণ ভিউ উচ্চ বিদ্যালয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ সভার আয়োজন করে। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর ড. সিরাজ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ হোসেন খান।
বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁপাইবনাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহীর উপ-পরিচালক মোঃ আব্দুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান।
মতবিনিময় সভায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মসিউল করিম বাবু দুর্নীতি বিরোধ বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।বক্তারা দুর্নীতির বিরুদ্ধে সকলকে সচেতন করে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান। পরে মোনাজাত পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিন।
সব শেষে ইফতারিতে অংশ নেন অতিথিরা। এতে আরো উপস্থিত ছিলেন, শাহনেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, সচেতন নাগরিক কমিটি সনাক সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম রেজা, গ্রীণ ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রোকসানা আহমদ বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যান্য সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি